অনূভুতির প্রকাশ (@expression_feel) 's Twitter Profile
অনূভুতির প্রকাশ

@expression_feel

মানুষ হয়ে জন্ম নিয়ে যদি মনুষত্ব করতে না পারি ধারণ, অর্থ আভিজাত্য দিয়ে লাভ হবে না! হবে বিপদের কারণ।

ID: 382005848

calendar_today29-09-2011 10:03:54

243 Tweet

171 Takipçi

312 Takip Edilen

অনূভুতির প্রকাশ (@expression_feel) 's Twitter Profile Photo

ব্যর্থতার অনলে নিজেকে জ্বালিয়ে অঙ্গার যে বানাতে পারে, হাটি হাটি পা পা করে সফলতা খুঁজে তাহারে। ব্যর্থতার আগুনে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে করতে হবে ছাই, কারণ ব্যর্থতা ছাড়া কারো জীবনে কখনো সফলতা নাই। তোমার ব্যর্থতায় মানুষ কটু কথা কয়, মনে রাখবে ব্যর্থতার পরের ধাপে সফলতা রয়।

Thoughts (@thoughts689) 's Twitter Profile Photo

মন্তব্য অনেকেই করবে গন্তব্য কেউ দেখিয়ে দেবে না, হাতে হাত রেখে কথা দেওয়া মানুষটাও করবে ছলনা। সফলতা রাস্তায় নিজেকে চলতে হবে একা, কপালের লেখা থাকলে সফলতা দিবে দেখা। অনুনয় বিনয় করে যতই চেষ্টা করো কেউ করবে না তোমার জন্য কিছু, নিজ প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হলে অনেকেই করবে মাথা নিচু।

অনূভুতির প্রকাশ (@expression_feel) 's Twitter Profile Photo

পরিবারের একমাত্র ছেলে জানে বাস্তবতা কারে কয়,জীবন নামক মহাযুদ্ধে একাই এদের লড়তে হয়। শৈশব এদের রঙিন গেলেও যৌবন কাটে হতাশায়,এক জীবন কেটে যায় এদের আপন ভাইয়ের শূন্যতায়। দুঃখ কষ্ট আবেগ অনুভূতিগুলো নিজেদের মধ্যে থাকে সীমাবদ্ধ,পরিবারের একমাত্র ছেলে মানে একাকীত্বের দেয়ালে আবদ্ধ।

Thoughts (@thoughts689) 's Twitter Profile Photo

ভোটের খবর নাই চারদিকে প্রার্থীর ছড়াছড়ি? শুনুন একটা কথা বলি! এইবার কোন ফকিন্নি প্রার্থীরে ভোট দিয়েন না! গতবার যত খয়রাতিরে ভোট দিয়েছিলাম, সব এখন ফ্যামিলি সহ ইউরোপ আমেরিকায়। সিদ্ধান্ত আপনার...

অনূভুতির প্রকাশ (@expression_feel) 's Twitter Profile Photo

নারীদের বাপের বাড়ি হয় স্বামীর বাড়ি হয় নিজের বাড়ি হয় না,শখ পূরণ হয় ঠিকই আবার বিক্রি হয় শখের গয়না। স্বামীর রানী হয় বাবার পরি হয় শুধু হয় না পরীর ডানা,স্বাধীনতা থাকে কিন্তু ব্যবহার করতে মানা। আসলে নারীর এই দুনিয়ায় নিজের হয় না কিছু,তবুও নারীর ঘর সাজায় ছুটে সুখের কিছু।

Thoughts (@thoughts689) 's Twitter Profile Photo

পুরুষ হয়ে জন্ম নেওয়াটাই আমার আজন্মের পাপ ছিল,,, তবে এই দেশে আমার মত পাপীর সংখ্যা হাজারে হাজারে,, লাখে লাখে;! এরা সবাই ভালো সন্তান হয়ে উঠেছে ঠিকই কেউ পুরুষ হয়ে উঠতে পারে নাই। আর পুরুষ হয়ে উঠতে না পারাটা কত যে কঠিন কত ভয়াবহ প্রতিনিয়ত হারে হারে টের পাই।

অনূভুতির প্রকাশ (@expression_feel) 's Twitter Profile Photo

পুরুষের ব্যর্থতার ভাগ কেউ নিতে চায় না। কারণ সবাই মনে করে পুরুষ জন্মাইছে পরিবারের অন্যান্য সবার চাহিদা মেটানোর জন্য। অনেকে ভুলে যায় পুরুষ নামক মানুষটারও একটা মন আছে, হৃদয় আছে হৃদপিণ্ড নামক একটা বস্তু আছে। পুরুষ কারো প্রিয়জন হয়ে উঠতে পারে না, সব সময় পুরুষ প্রয়োজনে কাজে লাগে।

Thoughts (@thoughts689) 's Twitter Profile Photo

পুরুষ কখনো কারো প্রিয়জন হয়ে উঠতে পারে নাই, পুরুষ প্রয়োজনে কাজে লাগে। পুরুষ মানুষ সব সময় চোখ দিয়ে কান্না করে না, মুখ দিয়েও আর্তনাদ করে না। পুরুষের মন কান্দে হৃদয় আর্তনাদ করে, পুরুষ সেই আর্তনাদ বুকের ভিতরে চাপা দিয়ে ধরে রাখে, যাতে প্রিয়জনরা না শুনতে পারে,, যদি কষ্ট পায়..!

Thoughts (@thoughts689) 's Twitter Profile Photo

অনুপ্রেরণা অন্য কেউ নয় তুমি নিজেই যথেষ্ট তোমার জন্য,ইতিহাস ঘেঁটে দেখো শুরুতে সবাই ছিল অতি নগণ্য। গত কালকের চেয়ে আজকের দিন টা যদি হয় তুলনামূলক ভাবে ভালো,ভবিষ্যতে তুমিও জ্বালাতে পারবে সফলতার আলো। অন্যের সফলতা ব্যর্থতা তোমার জীবনের অংশ নয়,এইসবে কান দিলে তোমার হবে সময়ের অপচয়।

অনূভুতির প্রকাশ (@expression_feel) 's Twitter Profile Photo

ঘরের বউয়ের আবদার যদি থাকে অনেক,,, তবে সামর্থ্য আপনার অল্প তাহলে আপনার নামে বানিয়ে বলবে হাজারো মিথ্যা গল্প। আপনি দেখেননি মন দেখেছেন রুপ ওই রুপের আগুনে জ্বলবেন থাকতে হবে চুপ। তাই বউ যদি হয় ভালো আমার কথা হোক না একটু কালো। কারণ জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলা ভালো।

Thoughts (@thoughts689) 's Twitter Profile Photo

নিজ কানে শুনেছি কত উত্থান পতন সফলতা ব্যর্থতার গল্প, যেটুকু পেয়েছি যথেষ্ট হোক না সেটা অল্প। নিজ প্রচেষ্টায় অর্জন করতে পেরেছি তাতেই আমি মুগ্ধ, সফলতার খৃন আলোতেও অনেক কাছের মানুষ হয়েছে খুব্ধ। আমার সুখ দুঃখে কে কে পাশে ছিলে আমি জানি ভাই, ব্যবহারে যারা কষ্ট দিয়েছো কাউকে ভুলি নাই।

অনূভুতির প্রকাশ (@expression_feel) 's Twitter Profile Photo

কথাবাত্রা আবেগ আর অঙ্গভঙ্গি দিয়ে যতই চেষ্টা করো কেউ হবে না কারো মত, বোকার মত ব্যর্থ হবে চেষ্টা করবে যত। কোটি কোটি মানুষের ভিড়ে তুমি শুধু একজন, জমজ ভাইও আলাদা ও ভিন্ন হবে মিলবে না তাদের মন। অন্যের মতো হতে গিয়ে নিজের সর্বনাশ ডেকোনা, নিজের মেধাকে কাজে লাগালে থাকবে অপার সম্ভাবনা।

Thoughts (@thoughts689) 's Twitter Profile Photo

সাদা চামড়া যদি সৌন্দর্য প্রকাশ করে তাহলে এত সুন্দরী ডিভোর্সি কেন?কালো রং যদি নিকৃষ্ট হয় তাহলে কালো চুলের মায়ায় পরো কেন! মুখের কালো দাগটা যদি তোমার জন্য লুকাতে হয়,তাহলে ঠোটের কালো তিলটাকে এত ভালোবাসো কেন! ওয়েস্টার্ন মেয়ে দেখে যদি ভালো লাগে,শাড়ি পরা মেয়ে দেখে মুগ্ধ হও কেন?

Thoughts (@thoughts689) 's Twitter Profile Photo

বেকার ছেলেটা থাকবে না চিরকাল বসে, অবজ্ঞা অবহেলা করেছিল যারা তারাই পিছিয়ে থাকবে শেষে। পারলে দিয়েন চাকরি কিংবা সঠিক দিক নির্দেশনা, শুধু শুধু সমালোচনা করে এর সমাধান হবে না। সফল যতই হইনা কেন এটা কেবল ব্যক্তিগত অর্জন, মানুষের জন্য যদি কিছু না করতে পারি আমাকেও যেন করে মানুষ বর্জন।

অনূভুতির প্রকাশ (@expression_feel) 's Twitter Profile Photo

পেছন থেকে ছুরি মারে কিছু মানুষ আছে, অন্যের দুঃখ দেখলে তারা মিটিমিটি হাসে। কাটা ঘায়ে নুনের ছিটা দিতে পারলে খুশি, সৎ মানুষকে বিপদে ফেলে বানায় তারা দোষী। উচিত কথা বললে পরে তাদের গায়ে পড়ে বাজ, খোঁজ নিয়ে দেখো তারাই হলো আসল ধান্দাবাজ।

অনূভুতির প্রকাশ (@expression_feel) 's Twitter Profile Photo

রাজ্যটা রাজার গনতন্ত্র নামে সিন্ডিকেট ভরা বাজার কোন কিছু পাওয়া যায় না কথ দামে, নূন আনতে পান্তা ফুরায় লাকরির দামটাও বেশি, উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছি বারো মাসই। তিল থেকে তাল হবে আমি বললে হবে বেতাল,বড় লোকে করলে এনজয় হবে গরীব করলে হবে মাতাল।

Thoughts (@thoughts689) 's Twitter Profile Photo

শিক্ষার আলো নিভে যাচ্ছে জাতির পড়ছে বিপদে,ছাত্ররা কেন পড়ালেখা ছেড়ে সর্বদা থাকছে রাজপথে। শিক্ষার আলো ছাত্রের জীবনে ছড়ানো আগে দরকার,তারপর না হয় মেনে নেওয়া যাবে কে হবে সরকার। বাবা-মার স্বপ্নপূরণের জন্য হলেও পড়ালেখার টেবিলে দিও মন,অর্জিত জ্ঞান নিয়ে গড়বে দেশ রুখে দিবে দুঃশাসন।

Thoughts (@thoughts689) 's Twitter Profile Photo

শহরে ভিড়ের মানুষগুলোও একাকীত্ব ভোগে, ডাক্তারও আক্রান্ত হয় চিকিৎসা বিহীন রোগে। রোগের নাম আরো চাই আরো চাই একটা বাড়ির মালিক হয়েও শান্তি নাই মনে, আরো বেশি টাকা হলে বাড়ি বানাত কয়েক খানে। ৮০০ টাকা ভিজিটে ডাক্তারের পোষায় না তেমন, ১ কাঠা জমি কিনতে গিয়ে ডাক্তারের উপলদ্ধি হয় এমন।

অনূভুতির প্রকাশ (@expression_feel) 's Twitter Profile Photo

দান করতে হয় গোপনে এটা সবার জানা,মানুষের পাশে দাঁড়ানো ভিডিও করতে কে করেছে মানা। নিজের কলসি খালি অন্যের কলসির পানির বিশুদ্ধতা নিয়ে যাদের বেশি কৌতূহল,দুঃসময়ে কাল হয়ে দাঁড়াবে খুঁজে পাবে না একটু জল। লোক দেখানো কাজটাও হতে পারে অনুপ্রেরণা,সবাই যদি আলো ছড়ায় ভেঙ্গে যাবে ভুল ধারণা।