"ওগো বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে
কাছে সে আসবে তবে কেমন করে
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝরো তখন অঝোর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে"
#গৌরীপ্রসন্নমজুমদার #নচিকেতাঘোষ
#মান্নাদে
"দুচোখে যে আজ শুধু স্বপ্নেরই তৃষা
চলার এ পথে পেয়েছি নতুন দিশা,
শান্ত নিমেষে মুক্ত জীবন, মুক্তোর চেয়ে দামী।
এমন স্বপ্ন কখনও দেখিনি আমি
মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি" 💚🌿
#গৌরীপ্রসন্নমজুমদার #শ্যামলমিত্র
#হৈমন্তীশুক্লা
"পথের বাঁকে এসে মনে হলো
অতীতটা হয়ে যাক দূর,
চলবো এগিয়ে তবু বুকের বাঁশিটাতে
বাঁধবো নতুন এক সুর
যা পেয়েছি আমি তা চাইনা,
যা চেয়েছি কেন তা পাইনা…."
#অমিতকুমার #গৌরীপ্রসন্নমজুমদার #অজয়দাস
তুমি এসো ফিরে এসো, যদি আসে ছেলেবেলা
দুজনাতে হবে জেনো ঘর বাঁধা বাঁধা খেলা ||
জল টল টল ঢেউ চঞ্চল সেই নদী, সেই কৈশোর ছুঁয়ে উচ্ছল হয় যদি
তবে তখনই দেব ভাসিয়ে পাতাবাহারের সেই ভেলা ||
পৌষ পরবের চোত গাজনের সেই দেশে
চলো একবার এই আমরা যাই ভেসে
#গৌরীপ্রসন্নমজুমদার
তুমি নাহয় রহিতে কাছে
কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে,
আরো কিছু কথা না হয় বলিতে মোরে
এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভরে
আরও কিছু কথা না হয় বলিতে মোরে,
কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে।
#গৌরীপ্রসন্নমজুমদার
পড়ে কি মনে তুমি আমি
এই পথ ধরে যেতাম
ভালোই হতো সেই দিনগুলো
ফিরে যদি পেতাম
সেই তোমাকেই পাবো নাকি
আজ প্রাণের অণুরাগে...
তুমি আমি একই আছি
দুজনে যা ছিলাম আগে
পৃথিবী বদলে গেছে
যা দেখি নতুন লাগে
#গৌরীপ্রসন্নমজুমদার
তুমি নাহয় রহিতে কাছে
কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে,
আরো কিছু কথা না হয় বলিতে মোরে
এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভরে
আরও কিছু কথা না হয় বলিতে মোরে,
কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে।
#গৌরীপ্রসন্নমজুমদার
"কি মিষ্টি দেখো মিষ্টি কি মিষ্টি এ সকাল
সোনা ঝরছে, ঝরে পড়ছে কি মিষ্টি এ সকাল
নীল পাহাড়ের চূড়ায় চূড়ায়
আলোর আভায় লাল হয়েছে, মিষ্টি এ সকাল
সুর ঝর্ণা মানা মানে না
ডানা মেলে যায় উড়ে ময়না।
...
#গৌরীপ্রসন্নমজুমদার
#GauriprasannaMazumder
via YouTube
youtu.be/9WxvdD9kZCQ
"এই পথ যদি না শেষ হয়"- যতদিন সংগীত বেঁচে থাকবে ততদিন আপনার সঙ্গীতের পথ চলা শেষ হবে না। বাংলা গানের স্বর্ণযুগের আধুনিক ও চলচ্চিত্র সংগীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার #গৌরীপ্রসন্নমজুমদার এর প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। 🙏🙏
#GauriPrasanaMajumdar
#BengaliLyrics
"মা গো ভাবনা কেন?
আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে,
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি।
...
#গৌরীপ্রসন্নমজুমদার
via YouTube
youtu.be/HaEEOaXUyD8