Kaushik | কৌশিক (@kachatterjee) 's Twitter Profile Photo

"নীল আকাশের ওই দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে প্রাণে যদি এ গানের রেশ রয়..." #Randomclick #গৌরীপ্রসন্নমজুমদার

"নীল আকাশের 
ওই দূর সীমা ছাড়িয়ে
এই গান 
যেন যায় আজ হারিয়ে
প্রাণে যদি এ গানের রেশ রয়..."

#Randomclick 
#গৌরীপ্রসন্নমজুমদার
Mad-হবি🐒 (@mads00108) 's Twitter Profile Photo

"ওগো বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে কাছে সে আসবে তবে কেমন করে রিমঝিম রিমঝিম রিমঝিম এলে না হয় ঝরো তখন অঝোর ধারে যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে" #গৌরীপ্রসন্নমজুমদার #নচিকেতাঘোষ #মান্নাদে

"ওগো বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে
কাছে সে আসবে তবে কেমন করে
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝরো তখন অঝোর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে" 
#গৌরীপ্রসন্নমজুমদার #নচিকেতাঘোষ
#মান্নাদে
Mad-হবি🐒 (@mads00108) 's Twitter Profile Photo

"দুচোখে যে আজ শুধু স্বপ্নেরই তৃষা চলার এ পথে পেয়েছি নতুন দিশা, শান্ত নিমেষে মুক্ত জীবন, মুক্তোর চেয়ে দামী। এমন স্বপ্ন কখনও দেখিনি আমি মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি" 💚🌿 #গৌরীপ্রসন্নমজুমদার #শ্যামলমিত্র #হৈমন্তীশুক্লা

"দুচোখে যে আজ শুধু স্বপ্নেরই তৃষা
চলার এ পথে পেয়েছি নতুন দিশা,
শান্ত নিমেষে মুক্ত জীবন, মুক্তোর চেয়ে দামী।

এমন স্বপ্ন কখনও দেখিনি আমি
মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি" 💚🌿

#গৌরীপ্রসন্নমজুমদার #শ্যামলমিত্র 
#হৈমন্তীশুক্লা
Mad-হবি🐒 (@mads00108) 's Twitter Profile Photo

"পথের বাঁকে এসে মনে হলো অতীতটা হয়ে যাক দূর, চলবো এগিয়ে তবু বুকের বাঁশিটাতে বাঁধবো নতুন এক সুর যা পেয়েছি আমি তা চাইনা, যা চেয়েছি কেন তা পাইনা…." #অমিতকুমার #গৌরীপ্রসন্নমজুমদার #অজয়দাস

"পথের বাঁকে এসে মনে হলো
অতীতটা হয়ে যাক দূর,
চলবো এগিয়ে তবু বুকের বাঁশিটাতে
বাঁধবো নতুন এক সুর

যা পেয়েছি আমি তা চাইনা,
যা চেয়েছি কেন তা পাইনা…."

#অমিতকুমার #গৌরীপ্রসন্নমজুমদার #অজয়দাস
মানসপ্রতিম ✍🏽 𝓜𝓪𝓷𝓸𝓼𝓱𝓹𝓻𝓸𝓽𝓲𝓶 (@em_basu) 's Twitter Profile Photo

তুমি এসো ফিরে এসো, যদি আসে ছেলেবেলা দুজনাতে হবে জেনো ঘর বাঁধা বাঁধা খেলা || জল টল টল ঢেউ চঞ্চল সেই নদী, সেই কৈশোর ছুঁয়ে উচ্ছল হয় যদি তবে তখনই দেব ভাসিয়ে পাতাবাহারের সেই ভেলা || পৌষ পরবের চোত গাজনের সেই দেশে চলো একবার এই আমরা যাই ভেসে #গৌরীপ্রসন্নমজুমদার

তুমি এসো ফিরে এসো, যদি আসে ছেলেবেলা
দুজনাতে হবে জেনো ঘর বাঁধা বাঁধা খেলা ||
জল টল টল ঢেউ চঞ্চল সেই নদী, সেই কৈশোর ছুঁয়ে উচ্ছল হয় যদি
তবে তখনই দেব ভাসিয়ে পাতাবাহারের সেই ভেলা ||
পৌষ পরবের চোত গাজনের সেই দেশে
চলো একবার এই আমরা যাই ভেসে 

#গৌরীপ্রসন্নমজুমদার
মানসপ্রতিম ✍🏽 𝓜𝓪𝓷𝓸𝓼𝓱𝓹𝓻𝓸𝓽𝓲𝓶 (@em_basu) 's Twitter Profile Photo

এই বালুকা বেলায় আমি লিখেছিনু, একটি সে নাম আমি লিখেছিনু আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম ।। #গৌরীপ্রসন্নমজুমদার

এই বালুকা বেলায় আমি লিখেছিনু,
একটি সে নাম আমি লিখেছিনু
আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম ।।

#গৌরীপ্রসন্নমজুমদার
মানসপ্রতিম ✍🏽 𝓜𝓪𝓷𝓸𝓼𝓱𝓹𝓻𝓸𝓽𝓲𝓶 (@em_basu) 's Twitter Profile Photo

এই সাগরের কত রূপ দেখেছি কখনও শান্ত রূপে কখনও অশান্ত সে আমি শুধু চেয়ে চেয়ে থেকেছি। #গৌরীপ্রসন্নমজুমদার

এই সাগরের কত রূপ দেখেছি
কখনও শান্ত রূপে কখনও অশান্ত সে
আমি শুধু চেয়ে চেয়ে থেকেছি।

#গৌরীপ্রসন্নমজুমদার
Mad-হবি🐒 (@mads00108) 's Twitter Profile Photo

"সকাল হলে ডাকে পাখি ফুলকে বলে ফোটো আকাশেতে যাবো উড়ে ,ঘর যে আমার ছোট " #গৌরীপ্রসন্নমজুমদার জানি বিরক্ত করি, তাই বলে এত তাড়াতাড়ি আকাশে চলে যাবো ! 🥺

"সকাল হলে ডাকে পাখি ফুলকে বলে ফোটো
আকাশেতে যাবো উড়ে ,ঘর যে আমার ছোট "

#গৌরীপ্রসন্নমজুমদার

জানি বিরক্ত করি, তাই বলে এত তাড়াতাড়ি আকাশে চলে যাবো ! 🥺
Mad-হবি🐒 (@mads00108) 's Twitter Profile Photo

"সে আঁধার নামুক না,গুঞ্জন থামুক না কানে তবু রবে তার রেশ তো বেশ তো, বেশ তো " #গৌরীপ্রসন্নমজুমদার

"সে আঁধার নামুক না,গুঞ্জন থামুক না
কানে তবু রবে তার রেশ তো
বেশ তো, বেশ তো "

#গৌরীপ্রসন্নমজুমদার
মানসপ্রতিম ✍🏽 𝓜𝓪𝓷𝓸𝓼𝓱𝓹𝓻𝓸𝓽𝓲𝓶 (@em_basu) 's Twitter Profile Photo

তুমি নাহয় রহিতে কাছে কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভরে আরও কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। #গৌরীপ্রসন্নমজুমদার

Mad-হবি🐒 (@mads00108) 's Twitter Profile Photo

"ওঠো ওঠো সূর্যাই রে ঝিকিমিকি দিয়া কালকে তুমি আঁধার রাতে কোথায় ছিলে গিয়া আ আ আ আ আ আ আ ...........🙂 সকাল হলে ডাকে পাখি ফুলকে বলে ফোটো আকাশে তে যাবো উড়ে ঘর যে আমার ছোট " #গৌরীপ্রসন্নমজুমদার #রাহুলদেববর্মন আমিও আকাশে চলে যাবো ! ওইটা নারে বাবা !😓 ✈️ এর টিকিট কেটে দিন 🤭

"ওঠো ওঠো সূর্যাই রে ঝিকিমিকি দিয়া 
কালকে তুমি আঁধার রাতে কোথায় ছিলে গিয়া

আ আ আ আ আ আ আ ...........🙂

সকাল হলে ডাকে পাখি ফুলকে বলে ফোটো
আকাশে তে যাবো উড়ে ঘর যে আমার ছোট "

#গৌরীপ্রসন্নমজুমদার #রাহুলদেববর্মন

আমিও আকাশে চলে যাবো !
ওইটা নারে বাবা !😓
✈️ এর টিকিট কেটে দিন 🤭
মানসপ্রতিম ✍🏽 𝓜𝓪𝓷𝓸𝓼𝓱𝓹𝓻𝓸𝓽𝓲𝓶 (@em_basu) 's Twitter Profile Photo

পড়ে কি মনে তুমি আমি এই পথ ধরে যেতাম ভালোই হতো সেই দিনগুলো ফিরে যদি পেতাম সেই তোমাকেই পাবো নাকি আজ প্রাণের অণুরাগে... তুমি আমি একই আছি দুজনে যা ছিলাম আগে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে #গৌরীপ্রসন্নমজুমদার

পড়ে কি মনে তুমি আমি
এই পথ ধরে যেতাম
ভালোই হতো সেই দিনগুলো
ফিরে যদি পেতাম
সেই তোমাকেই পাবো নাকি
আজ প্রাণের অণুরাগে...

তুমি আমি একই আছি
দুজনে যা ছিলাম আগে
পৃথিবী বদলে গেছে
যা দেখি নতুন লাগে

#গৌরীপ্রসন্নমজুমদার
মানসপ্রতিম ✍🏽 𝓜𝓪𝓷𝓸𝓼𝓱𝓹𝓻𝓸𝓽𝓲𝓶 (@em_basu) 's Twitter Profile Photo

তুমি নাহয় রহিতে কাছে কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভরে আরও কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। #গৌরীপ্রসন্নমজুমদার

তুমি নাহয় রহিতে কাছে
কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে,
আরো কিছু কথা না হয় বলিতে মোরে
এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভরে
আরও কিছু কথা না হয় বলিতে মোরে,
কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে।

#গৌরীপ্রসন্নমজুমদার
Ⓙⓐⓨⓓⓔⓔⓟ⚽Ⓖⓗⓞⓢⓗ (@enjoydeeply) 's Twitter Profile Photo

"কি মিষ্টি দেখো মিষ্টি কি মিষ্টি এ সকাল সোনা ঝরছে, ঝরে পড়ছে কি মিষ্টি এ সকাল নীল পাহাড়ের চূড়ায় চূড়ায় আলোর আভায় লাল হয়েছে, মিষ্টি এ সকাল সুর ঝর্ণা মানা মানে না ডানা মেলে যায় উড়ে ময়না। ... #গৌরীপ্রসন্নমজুমদার #GauriprasannaMazumder via YouTube youtu.be/9WxvdD9kZCQ

"কি মিষ্টি দেখো মিষ্টি কি মিষ্টি এ সকাল
সোনা ঝরছে, ঝরে পড়ছে কি মিষ্টি এ সকাল

নীল পাহাড়ের চূড়ায় চূড়ায়
আলোর আভায় লাল হয়েছে, মিষ্টি এ সকাল

সুর ঝর্ণা মানা মানে না
ডানা মেলে যায় উড়ে ময়না।
...
#গৌরীপ্রসন্নমজুমদার
#GauriprasannaMazumder

via <a href="/YouTube/">YouTube</a>
youtu.be/9WxvdD9kZCQ
মানসপ্রতিম ✍🏽 𝓜𝓪𝓷𝓸𝓼𝓱𝓹𝓻𝓸𝓽𝓲𝓶 (@em_basu) 's Twitter Profile Photo

পদ্ম পাতায় ভোরের শিশির যেনো তোমার ভালোবাসা রোদের আলোয় মিলাও তুমি জেনেও তবু আসা। #গৌরীপ্রসন্নমজুমদার

পদ্ম পাতায় ভোরের শিশির যেনো
তোমার ভালোবাসা
রোদের আলোয় মিলাও তুমি জেনেও তবু আসা।

#গৌরীপ্রসন্নমজুমদার
Sanjit Datta (@sanjitdatta194) 's Twitter Profile Photo

"এই পথ যদি না শেষ হয়"- যতদিন সংগীত বেঁচে থাকবে ততদিন আপনার সঙ্গীতের পথ চলা শেষ হবে না। বাংলা গানের স্বর্ণযুগের আধুনিক ও চলচ্চিত্র সংগীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার #গৌরীপ্রসন্নমজুমদার এর প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। 🙏🙏 #GauriPrasanaMajumdar #BengaliLyrics

"এই পথ যদি না শেষ হয়"- যতদিন সংগীত বেঁচে থাকবে ততদিন আপনার সঙ্গীতের পথ চলা শেষ হবে না। বাংলা গানের স্বর্ণযুগের আধুনিক ও চলচ্চিত্র সংগীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার #গৌরীপ্রসন্নমজুমদার এর প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। 🙏🙏
#GauriPrasanaMajumdar
#BengaliLyrics
মানসপ্রতিম ✍🏽 𝓜𝓪𝓷𝓸𝓼𝓱𝓹𝓻𝓸𝓽𝓲𝓶 (@em_basu) 's Twitter Profile Photo

ওগো বরষা তুমি ঝড়ো না গো অমন জোরে কাছে সে আসবে তবে কেমন করে এলে না হয় ঝোরো তখন অঝর ধারে যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে.. #গৌরীপ্রসন্নমজুমদার

ওগো বরষা তুমি ঝড়ো না গো অমন জোরে
কাছে সে আসবে তবে কেমন করে
এলে না হয় ঝোরো তখন অঝর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে..

#গৌরীপ্রসন্নমজুমদার
মানসপ্রতিম ✍🏽 𝓜𝓪𝓷𝓸𝓼𝓱𝓹𝓻𝓸𝓽𝓲𝓶 (@em_basu) 's Twitter Profile Photo

তুমি আছো আমি আছি তাই অনুভবে তোমারে যে পাই শুধু দুজনের এই রাত তোমার আমার ওই চাঁদ তোমার আমার শুধু দুজনের.. #গৌরীপ্রসন্নমজুমদার

তুমি আছো আমি আছি তাই
অনুভবে তোমারে যে পাই
শুধু দুজনের
এই রাত তোমার আমার
ওই চাঁদ তোমার আমার
শুধু দুজনের..

#গৌরীপ্রসন্নমজুমদার
Ⓙⓐⓨⓓⓔⓔⓟ⚽Ⓖⓗⓞⓢⓗ (@enjoydeeply) 's Twitter Profile Photo

"মা গো ভাবনা কেন? আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি। ... #গৌরীপ্রসন্নমজুমদার via YouTube youtu.be/HaEEOaXUyD8

"মা গো ভাবনা কেন?
আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে,
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি।

...

#গৌরীপ্রসন্নমজুমদার
via <a href="/YouTube/">YouTube</a> 
youtu.be/HaEEOaXUyD8