Sudipta Banerjee (@sudiptabaner) 's Twitter Profile
Sudipta Banerjee

@sudiptabaner

আমি তো তারা নই, যে হঠাৎ খসে যাবো!
রাত্রি তুমি কোথায় ...

ID: 1925598109666861056

calendar_today22-05-2025 17:02:40

251 Tweet

96 Takipçi

67 Takip Edilen

Sudipta Banerjee (@sudiptabaner) 's Twitter Profile Photo

উত্তরটা সবাই জানে। এই বিপর্যয়ের জন্য দায়ী তৃণমূল !

উত্তরটা সবাই জানে। 
এই বিপর্যয়ের জন্য দায়ী তৃণমূল !
Sudipta Banerjee (@sudiptabaner) 's Twitter Profile Photo

দিনের শেষে যা বুঝলাম তা হলো দিদির দলের সরকার ও পুরসভা পুরপরিসেবা ও পরিকাঠামো উন্নয়নে মন না দিয়ে দেদার জলাধার বুঝিয়ে প্রোমোটিং এর নামে পয়সা লুটেছে আর মোদীজীর সরকার নিয়মিত গঙ্গার ড্রেজিং না করায় আর ডিভিসি জল ছাড়ায় আজকের এই বিপত্তি! আর এদিকে বৃষ্টিতে জলমগ্ন কলকাতা শহরের

Sudipta Banerjee (@sudiptabaner) 's Twitter Profile Photo

এর আগে বিজেপির তরফে এসেছিল দিল্লির পুজো মণ্ডপে মা -দুর্গার পায়ের কাছে মোদীর ছবি লাগানোর নিদান! এবার দেওয়া হচ্ছে আমিষ খাবারের স্টল না রাখবার ফতোয়া! ঠিক যেমন আমাদের রাজ্যে রয়েছে মণ্ডপে মণ্ডপে দিদির ছবি লাগানোর অলিখিত নির্দেশ! পূজো-পাগল বাঙালির উচিৎ এই ফতোয়াপ্রেমী ফ্যাসিস্ট

এর আগে বিজেপির তরফে এসেছিল দিল্লির পুজো মণ্ডপে মা -দুর্গার পায়ের কাছে মোদীর ছবি লাগানোর নিদান! 
এবার দেওয়া হচ্ছে আমিষ খাবারের স্টল না রাখবার ফতোয়া! 
ঠিক যেমন আমাদের রাজ্যে রয়েছে মণ্ডপে মণ্ডপে দিদির ছবি লাগানোর অলিখিত নির্দেশ! 
পূজো-পাগল বাঙালির উচিৎ এই ফতোয়াপ্রেমী ফ্যাসিস্ট
Sudipta Banerjee (@sudiptabaner) 's Twitter Profile Photo

তৃণমূল ট্রোল বাহিনীকে বলছি …মিডিয়াতে রেকর্ড বৃষ্টির ‘ভাঙা’ রেকর্ড বাজিয়ে লাভ নেই! আর বাম আমলের ‘ব্যাঙের হিসি’র প্রোপাগান্ডাটাও বস্তাপচা। ওটা কেউ বিশ্বাস করে না। এমনকি ‘ক্লাউডবার্স্ট’ হয়েছে কি হয় নি তা নিয়েও গলা ফাটিয়ে তর্ক জুড়ে লাভ নেই। কারণ বৃষ্টির জমা জলে ডুবে কেউ

Sudipta Banerjee (@sudiptabaner) 's Twitter Profile Photo

তৃণমূলের আইটি সেলের লোকজনকে বুঝতে হবে বৃষ্টি থেমে গেলে তার ১০-১৫ ঘন্টা পর রাস্তাঘাটের জল এমনিতেই নেমে যায়......সে প্রশাসন কাজ করুক আর না করুক! কাজেই সোশ্যাল মিডিয়াতে বেহায়াদের মত হুলিয়ে 'জল নেমে গেছে সরকারকে ধন্যবাদ' জাতীয় হ্যাজ-মিম নামিয়ে লাভ নেই। বরঞ্চ শহরের যত্রতত্র

Sudipta Banerjee (@sudiptabaner) 's Twitter Profile Photo

অমিত শাহ পুজো উদ্বোধনে আসবেন নাকি আসবেন না বা এলে কোথায় কোথায় যাবেন আর কোথায় কোথায় যাবেন না তা নিয়ে থ্রিলার লেখার সময় আছে বঙ্গ মিডিয়ার ! কিন্তু গ্রাম বাংলার আমজনতা যে লাল ঝান্ডা কাঁধে কোথাও ১০০ দিনের কাজের দাবিতে, আবার কোথাও তৃণমূলের লুম্পেনরাজ ও পুলিশি জুলুমের বিরুদ্ধে

অমিত শাহ পুজো উদ্বোধনে আসবেন নাকি আসবেন না বা এলে কোথায় কোথায় যাবেন আর কোথায় কোথায় যাবেন না তা নিয়ে থ্রিলার লেখার সময় আছে বঙ্গ মিডিয়ার ! 
কিন্তু গ্রাম বাংলার আমজনতা যে লাল ঝান্ডা কাঁধে কোথাও ১০০ দিনের কাজের দাবিতে, আবার কোথাও তৃণমূলের লুম্পেনরাজ ও পুলিশি জুলুমের বিরুদ্ধে
Sudipta Banerjee (@sudiptabaner) 's Twitter Profile Photo

‘প্রশাসনের অক্লান্ত পরিশ্রমে জল নেমে গেছে ! ধন্যবাদ সরকারকে ! ধন্যবাদ কলকাতা পুরসভা!’ গতকাল বেলা গড়াতেই তৃণমূল আইটি সেল ট্রোলদের এইসব মেসেজ নিয়ে সেকি দাপাদাপি! গোয়েবলস থিওরি মেনে সমাজমাধ্যমে ন্যারেটিভ সেট করবার সেকি মরিয়া চেষ্টা! কিন্তু আজকের আনন্দবাজার সেই ‘তথাকথিত’ জল

‘প্রশাসনের অক্লান্ত পরিশ্রমে জল নেমে গেছে ! ধন্যবাদ সরকারকে ! ধন্যবাদ কলকাতা পুরসভা!’ 
গতকাল বেলা গড়াতেই তৃণমূল আইটি সেল ট্রোলদের এইসব মেসেজ নিয়ে সেকি দাপাদাপি! গোয়েবলস থিওরি মেনে সমাজমাধ্যমে ন্যারেটিভ সেট করবার সেকি মরিয়া চেষ্টা! 

কিন্তু আজকের আনন্দবাজার সেই ‘তথাকথিত’ জল
Sudipta Banerjee (@sudiptabaner) 's Twitter Profile Photo

ছবিটা বাস্তব হলেও ভীষণ রকমের প্রতীকী! এভাবেই তথাকথিত ‘মানবিক’ মমতা’য় বাংলার মানুষের গলা টিপে ধরা হয়েছে। সৌজন্যে ‘মা-মাটি-মানুষ’ এর তৃণমূল সরকার !

ছবিটা বাস্তব হলেও ভীষণ রকমের প্রতীকী!
এভাবেই তথাকথিত ‘মানবিক’ মমতা’য় বাংলার মানুষের গলা টিপে ধরা হয়েছে।
সৌজন্যে ‘মা-মাটি-মানুষ’ এর তৃণমূল সরকার !
Sudipta Banerjee (@sudiptabaner) 's Twitter Profile Photo

দূর্গাপুজোর মরশুমে বঙ্গ বিজেপি RSS র দূর্গার বিরুদ্ধে পথে নামবে !! তাই কি হয় ??? পথে ছিল লাল ঝান্ডা। সদর্পে। মানুষের সাথে মানুষের পাশে। একদিকে বিশাল প্রতিবাদ মিছিল করেছে। অন্যদিকে রাস্তার হাঁটুজলে নেমে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই তালিকায় যেমন রয়েছেন জয়ী পুরমাতা

দূর্গাপুজোর মরশুমে বঙ্গ বিজেপি RSS র দূর্গার বিরুদ্ধে পথে নামবে !!
তাই কি হয় ??? 

পথে ছিল লাল ঝান্ডা। সদর্পে। মানুষের সাথে মানুষের পাশে।
একদিকে বিশাল প্রতিবাদ মিছিল করেছে। 
অন্যদিকে রাস্তার হাঁটুজলে নেমে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই তালিকায় যেমন রয়েছেন জয়ী পুরমাতা
Sudipta Banerjee (@sudiptabaner) 's Twitter Profile Photo

আমাদের মুখ্যমন্ত্রী কলকাতার জল জমার দায় নিজের ঘাড় থেকে ঝেড়ে ফেলতে ফারাক্কা-বিহার-উত্তরপ্রদেশ-উত্তরাখন্ড -লন্ডন সর্বত্র চলে যাচ্ছেন! শুধু পূর্ব কলকাতা জলাভূমিটার কথা মুখে আনছেন না! কারণ ওটা হলো কলকাতার তৃণমূল নেতাদের বেআইনি প্রোমোটারি ও তোলাবাজির আয়ের মূল উৎস!

আমাদের মুখ্যমন্ত্রী কলকাতার জল জমার দায় নিজের ঘাড় থেকে ঝেড়ে ফেলতে ফারাক্কা-বিহার-উত্তরপ্রদেশ-উত্তরাখন্ড -লন্ডন সর্বত্র চলে যাচ্ছেন! 
শুধু পূর্ব কলকাতা জলাভূমিটার কথা মুখে আনছেন না! কারণ ওটা হলো কলকাতার তৃণমূল নেতাদের বেআইনি প্রোমোটারি ও তোলাবাজির আয়ের মূল উৎস!
Sudipta Banerjee (@sudiptabaner) 's Twitter Profile Photo

এবার নাকতলা উদয়ন সংঘের পূজা মণ্ডপে ফের একবার ‘অপা’ জুটিকে দেখতে পেয়ে যেতে পারেন ! ঘাবড়ানোর কিছু নেই। এভাবেই দিদি-মোদির জমানায় আইন আইনের পথে চলছে ! আর সেটিং সেটিং এর পথে ! আরএসএস দুগ্গা পিসি কি জয়! আসছে বছর আবার হবে! চাকরি চুরি আবার হবে!

এবার নাকতলা উদয়ন সংঘের পূজা মণ্ডপে ফের একবার  ‘অপা’ জুটিকে দেখতে পেয়ে যেতে পারেন ! ঘাবড়ানোর কিছু নেই।

এভাবেই দিদি-মোদির জমানায় আইন আইনের পথে চলছে ! আর সেটিং সেটিং এর পথে ! 

আরএসএস দুগ্গা পিসি কি জয়! 
আসছে বছর আবার হবে! 
চাকরি চুরি আবার হবে!
Sudipta Banerjee (@sudiptabaner) 's Twitter Profile Photo

একই দিনে লাদাখ পৃথক রাজ্যের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের অন্যতম মুখ সমাজকর্মী সোনম ওয়াংচুক গ্রেপ্তার এবং বান্ধবীর খাটের তলায় চাকরি চুরির কোটি কোটি টাকা লুকিয়ে রাখা তৃণমূলী চিটিংবাজ পার্থ চ্যাটার্জীর জামিন! ধন্যবাদ চৌকিদার মোদীজ্বী ! ধন্যবাদ চৌকিদার অমিত শাহ জ্বী! এটুকুই বলবার

Sudipta Banerjee (@sudiptabaner) 's Twitter Profile Photo

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল পূজো উদ্বোধন করতে সন্ধ্যেবেলা কলকাতায় ছিলেন। কোনো বাঙালী সাংবাদিককে হাইকোর্টের এই রায় নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করতে শুনেছেন? আমি শুনি নি। আসলে রাজ্যে বিজেপি কোণঠাসা হয়ে গেলে তৃণমূল-বিজেপি 'বাইনারি'টার কি হবে! কাজেই কোন প্রশ্ন নয়!

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল পূজো উদ্বোধন করতে সন্ধ্যেবেলা কলকাতায় ছিলেন।
কোনো বাঙালী সাংবাদিককে হাইকোর্টের এই রায় নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করতে শুনেছেন?
আমি শুনি নি।
আসলে রাজ্যে বিজেপি কোণঠাসা হয়ে গেলে তৃণমূল-বিজেপি 'বাইনারি'টার কি হবে!
কাজেই কোন প্রশ্ন নয়!
Sudipta Banerjee (@sudiptabaner) 's Twitter Profile Photo

বছরের পর বছর মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন ভয়াল রূপ নিচ্ছে। গঙ্গায় তলিয়ে গিয়েছে লালগোলার তারানগর গ্রাম। কেন্দ্র ও রাজ্য সরকার তো পরস্পরের দিকে আঙুল তুলে দায় ঠেলাঠেলি করে দায় সাড়ে। আর বাংলার মিডিয়া এনিয়ে খুব একটা "রা" কাটে না। তারা তো জেলখাটা মুখপাত্রর ইশারায় অমিত শাহ কোন কোন

Sudipta Banerjee (@sudiptabaner) 's Twitter Profile Photo

এটা পড়লেই বোঝা যাবে কেন কলকাতায় বৃষ্টির জল নামতে চায় না । কেন সেই জমা জলের মধ্যে খোলা বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক সকালে মহানগরের বুকে দশ দশটা মানুষ লাশ হয়ে ভাসে। কাজেই লেখাটা পড়ুন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন।

এটা পড়লেই বোঝা যাবে কেন কলকাতায় বৃষ্টির জল নামতে চায় না । 
কেন সেই জমা জলের মধ্যে খোলা বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক সকালে মহানগরের বুকে দশ দশটা মানুষ লাশ হয়ে ভাসে। 
কাজেই লেখাটা পড়ুন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন।
Sudipta Banerjee (@sudiptabaner) 's Twitter Profile Photo

দেশদ্রোহী ব্রিটিশ অনুগতদের নামে স্ট্যাম্প ! প্রতিবাদে সোচ্চার হোন।

দেশদ্রোহী ব্রিটিশ অনুগতদের নামে স্ট্যাম্প ! 
প্রতিবাদে সোচ্চার হোন।