Sarah Mahjabin (@sarahmahja37308) 's Twitter Profile
Sarah Mahjabin

@sarahmahja37308

Reporting beyond the surface | News Personality | Journalist | Politics | Society | History enthusiast and Rational Humanist

ID: 1896067139297275904

linkhttps://www.facebook.com/imsaaraah calendar_today02-03-2025 05:19:38

2,2K Tweet

7,7K Takipçi

2,2K Takip Edilen

Sarah Mahjabin (@sarahmahja37308) 's Twitter Profile Photo

আন্তর্জাতিক অঙ্গনে এই ৮ মাসে এখনো একটি নজিরও স্থাপন করতে পারেনি সর্কার। ১০ নম্বরী একটা ইট গেঁথেও দেখাতে পারেনি। - কোনো লোন আসে নি, বরং আইএমএফ লোন আটকে দিয়েছে। - একজন রোহিঙ্গাকেও দেশে ফেরত পাঠাতে পারে নি। - মায়ানমারের সঙ্গে সীমান্ত এখন আরাকান আর্মির দখলে। - বাংলাদেশে কোনো

আন্তর্জাতিক অঙ্গনে এই ৮ মাসে এখনো একটি নজিরও স্থাপন করতে পারেনি  সর্কার।
১০ নম্বরী একটা ইট গেঁথেও দেখাতে পারেনি। 

- কোনো লোন আসে নি, বরং আইএমএফ লোন আটকে দিয়েছে।
- একজন রোহিঙ্গাকেও দেশে ফেরত পাঠাতে পারে নি।
- মায়ানমারের সঙ্গে সীমান্ত এখন আরাকান আর্মির দখলে।
- বাংলাদেশে কোনো
Sarah Mahjabin (@sarahmahja37308) 's Twitter Profile Photo

বঙ্গবন্ধুর হত্যাকারী খন্দকার মুস্তাক বঙ্গবন্ধু সব থেকে ঘনিষ্ঠ সহযোগী ছিল। মনে প্রানে শয়নে স্বপনে খন্দকার মোস্ত াক শুধুমাত্র বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু নাম জপ্ত। সে তার গ্রামে গেলে অথবা দেশের বাইরে গেলে সব জায়গায় বঙ্গবন্ধুকে তুলে ধরত। এবং নিজেকে বঙ্গবন্ধুর সবথেকে কাছের মানুষ

Sarah Mahjabin (@sarahmahja37308) 's Twitter Profile Photo

• বিপ্লব নয়, গণঅভ্যুত্থানও নয় • বরং একটি ‘রেজিম চেঞ্জ অপারেশন’-এর সফল ল্যান্ডিং • বাংলাদেশ পরিণত হচ্ছে ভূ-রাজনৈতিক প্রক্সি ওয়ারফিল্ডে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বোঝাতে গেলে এই তিনটি বাক্যই যথেষ্ট। সাম্প্রতিক ইতিহাসে যা ঘটেছে—বিশেষত গত জুলাই-আগস্টের ঘটনা এবং তারপর যা কিছু

• বিপ্লব নয়, গণঅভ্যুত্থানও নয়
• বরং একটি ‘রেজিম চেঞ্জ অপারেশন’-এর সফল ল্যান্ডিং
• বাংলাদেশ পরিণত হচ্ছে ভূ-রাজনৈতিক প্রক্সি ওয়ারফিল্ডে

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বোঝাতে গেলে এই তিনটি বাক্যই যথেষ্ট। সাম্প্রতিক ইতিহাসে যা ঘটেছে—বিশেষত গত জুলাই-আগস্টের ঘটনা এবং তারপর যা কিছু
Sarah Mahjabin (@sarahmahja37308) 's Twitter Profile Photo

মিস্টার হোম মিনিস্টার, আওয়ামী লীগ কি বাংলাদেশের কোন আইন দ্বারা নিষিদ্ধ? গণতান্ত্রিক রাষ্ট্রে নিবন্ধিত রাজনৈতিক দলের মিছিল করা কি অপরাধ? তাহলে আপনি কোন প্রটোকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আওয়ামী লীগের মিছিল ঠেকানোর নির্দেশ দিলেন? গায়ের জোর থাকলে নিয়মের উর্ধ্বে অনেক কিছু করা

মিস্টার হোম মিনিস্টার, আওয়ামী লীগ কি বাংলাদেশের কোন আইন দ্বারা নিষিদ্ধ? গণতান্ত্রিক রাষ্ট্রে নিবন্ধিত রাজনৈতিক দলের মিছিল করা কি অপরাধ? তাহলে আপনি কোন প্রটোকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আওয়ামী লীগের মিছিল ঠেকানোর নির্দেশ দিলেন? গায়ের জোর থাকলে নিয়মের উর্ধ্বে অনেক কিছু করা
Sarah Mahjabin (@sarahmahja37308) 's Twitter Profile Photo

আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে আজ উত্তরায় লাঠি মিছিল- ছবিটা দেখে হাসবো না, তাচ্ছিল্য ও করবো না কিন্তু মর্মযন্ত্রণা অনুভব করবো। এই উত্তরায় মুগ্ধ মারা গেছেন, শত হাজার মানুষের মুগ্ধর মতো রাস্তায় নেমেছিলো এই উত্তরায়- কখন? যখন রাস্তায় আওয়ামী লীগের ঠ্যাঙাড়ে বাহিনী ছিলো,

আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে আজ উত্তরায় লাঠি মিছিল-

ছবিটা দেখে হাসবো না, তাচ্ছিল্য ও করবো না কিন্তু মর্মযন্ত্রণা অনুভব করবো।

এই উত্তরায় মুগ্ধ মারা গেছেন, শত হাজার মানুষের মুগ্ধর মতো রাস্তায় নেমেছিলো এই উত্তরায়-

কখন?
যখন রাস্তায় আওয়ামী লীগের ঠ্যাঙাড়ে বাহিনী ছিলো,
Sarah Mahjabin (@sarahmahja37308) 's Twitter Profile Photo

ওরে বাটপারি!!! বোঝা গেল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে লোকজন যাইত না এজন্য সামনে আনছে ফিলিস্তিন কে। এরা গাধার মত এমন কর্ম করে একটু পরেই ধরা পড়ে যায়।

ওরে বাটপারি!!!
বোঝা গেল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে লোকজন যাইত না এজন্য সামনে আনছে ফিলিস্তিন কে। এরা গাধার মত এমন কর্ম করে একটু পরেই ধরা পড়ে যায়।
Sarah Mahjabin (@sarahmahja37308) 's Twitter Profile Photo

লাল বদরী ইউটিউবার গুলা এই রিক্সা চালক কে ভয় দেখাচ্ছে এবং জোর করে বলিয়ে নেওয়ার চেষ্টা করতেছে হাসিনা খারাপ ইউনুস ভালো। কিন্তু এত গুলার সামনে সাহস করে রিকশাচালক বলেছে তার চোখে হাসিনা ভালো। ব্যাস। তখন লাল বদরগুলা রেগে গেছে। তবে রাগলেও কাজ হবে না যখন সাধারন মানুষ একটু একটু করে বলা

Sarah Mahjabin (@sarahmahja37308) 's Twitter Profile Photo

গত শুক্রবার উত্তরার রাস্তায় আওয়ামী লীগের একটা ছোট্ট ঝটিকা মিছিল হয়েছিল। মিছিল বড় কিছু না—২০ থেকে ২৫ জন, হাতে দলীয় পতাকা। বঙ্গবন্ধুর ছবি, স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু। কিন্তু এই সামান্য ঝটকায় কাঁপে উঠলো এনসিপির গদি। কিংস পার্টি এতটাই আতঙ্কিত যে, যারা মিছিলে হাঁটতে সাহস

Sarah Mahjabin (@sarahmahja37308) 's Twitter Profile Photo

আসেন একটা ছোট্ট তথ্য দিই— ২০১২ সালে, পশ্চিমাদের স্টেট ডিপার্টমেন্ট লিবিয়া দখলের আগে, ১ মাস আগে টাইম ম্যাগাজিনে দুইজন লিবিয়ান ‘বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্ব’ হিসেবে জায়গা পায়। একজন কার্টুনিস্ট আলি ফেরজাত, আরেকজন মানবাধিকার কর্মী সামিরা ইব্রাহিম। দুইজনেই লিবিয়ার তবে আমেরিকান

আসেন একটা ছোট্ট তথ্য দিই— ২০১২ সালে, পশ্চিমাদের স্টেট ডিপার্টমেন্ট লিবিয়া দখলের আগে, ১ মাস আগে
টাইম ম্যাগাজিনে দুইজন লিবিয়ান ‘বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্ব’ হিসেবে জায়গা পায়।
একজন কার্টুনিস্ট আলি ফেরজাত, আরেকজন মানবাধিকার কর্মী সামিরা ইব্রাহিম। দুইজনেই লিবিয়ার তবে আমেরিকান
Sarah Mahjabin (@sarahmahja37308) 's Twitter Profile Photo

জুলাই মাসে পুলিশের ওপর হামলার ফুটেজ দেখে এই ছেলেকে গ্রেফতার করা হয়েছিলো।৫ই আগস্টের পর যমুনা টিভির এক সাক্ষাৎকারে সে বলেছিলো নামাজ পরার কারণে নাকি ডিবির সদস্যরা জোর করে শিবিরের ট্যাগ দিয়েছে, সে নাকি শিবির করেনা। অথচ তার কয়েকমাস পর শিবিরের সাথী সম্মেলনে তাকে স্টেজে ডেকে

Sarah Mahjabin (@sarahmahja37308) 's Twitter Profile Photo

আল বদর বাহিনীর নতুন আরেক প্রপাগান্ডা। নতুন চাটার নিউজ আসছে। সেখানে উল্লেখ করেছে ৫০০ টাকায় ১০ এমবি ইন্টারনেট দিবে সরকার। আরে ভাই এটা তো তিন বছর আগে থেকেই সরকার দিয়ে যাচ্ছে। আমার নিজের বাসাতেও একই লাইন ব্যবহার করি ৫০০ টাকা দিয়ে ১০ এমবি মিনিমাম স্পিড।। এটা নিজের কৃতিত্ব বলে

আল বদর বাহিনীর নতুন আরেক প্রপাগান্ডা।  
নতুন চাটার নিউজ আসছে।   সেখানে উল্লেখ করেছে ৫০০ টাকায় ১০ এমবি ইন্টারনেট দিবে সরকার। আরে ভাই এটা তো তিন বছর আগে থেকেই সরকার দিয়ে যাচ্ছে। আমার নিজের বাসাতেও একই লাইন ব্যবহার করি ৫০০ টাকা দিয়ে ১০ এমবি মিনিমাম স্পিড।। এটা নিজের কৃতিত্ব বলে
Sarah Mahjabin (@sarahmahja37308) 's Twitter Profile Photo

বিশ্বাস করেন ভাইয়েরা। প্রেথ্যম দেইখ্যা ভাবছি পেঙ্গুইন। তবে ভালোমতো পর্যবেক্ষণ করে বুঝবার পারলুম আসল কাহিনী। ও মোর খোদা এতো দেহি এক একটা জান্নাতের হুরের সরদারনি।

বিশ্বাস করেন ভাইয়েরা। 
প্রেথ্যম দেইখ্যা ভাবছি পেঙ্গুইন।
তবে ভালোমতো পর্যবেক্ষণ করে বুঝবার পারলুম আসল কাহিনী।
ও মোর খোদা এতো দেহি এক একটা জান্নাতের হুরের সরদারনি।
Sarah Mahjabin (@sarahmahja37308) 's Twitter Profile Photo

“প্রধানমন্ত্রী চাই না”—এইটা কোনো আদর্শিক ত্যাগ নয়, এটা হচ্ছে ‘চেয়ারে না বসে চেয়ারের হুকুম জারি করার’ পাঁয়তারা। এনসিপি প্রধানের চেহারা সিরিয়াস, গলা ভারী, কথা শুনলে মনে হবে Plato-এর আত্মা ঢুকে পড়েছে। বলছেন, “আমরা চাই না প্রধানমন্ত্রী-শাসিত সরকার, চাই মন্ত্রীপরিষদ-শাসিত

“প্রধানমন্ত্রী চাই না”—এইটা কোনো আদর্শিক ত্যাগ নয়, এটা হচ্ছে ‘চেয়ারে না বসে চেয়ারের হুকুম জারি করার’ পাঁয়তারা।

এনসিপি প্রধানের  চেহারা সিরিয়াস, গলা ভারী, কথা শুনলে মনে হবে Plato-এর আত্মা ঢুকে পড়েছে। বলছেন, “আমরা চাই না প্রধানমন্ত্রী-শাসিত সরকার, চাই মন্ত্রীপরিষদ-শাসিত
Sarah Mahjabin (@sarahmahja37308) 's Twitter Profile Photo

ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণ করার পরে বলছিল এই হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে নিয়ে যাবে। সাত মাস পার হতেই বলছে যে না তারা আন্তর্জাতিক আদালতে নিবে না এটা।। কারণ আন্তর্জাতিক আদালতে নিলে সঠিকভাবে আবার তদন্ত করবে আবার লাশ উত্তোলন করবে সেখানে কোন ধরনের গুলি ছিল সেগুলো দেখবে তখন

Sarah Mahjabin (@sarahmahja37308) 's Twitter Profile Photo

এই লন হাগু করার সহি সুন্নতি মাসালা। হাগু এমনভাবে করবেন যাতে সেটা করতে করতেও ধরাধর ধরাধর ধরাধর সোয়াব আপনার আমলনামায় লেখা হয়। বলুন শুভানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ☺️☺️☺️

Sarah Mahjabin (@sarahmahja37308) 's Twitter Profile Photo

কাসেমী হুজুর পুরাই পেডোফেলিক। সে তেরো বছরের একটা মেয়েকে বিয়ে করেছে ১৬ বছর বয়সে তারে প্রেগনেন্ট বানাই দিয়েছে দুইটা বাচ্চা নাকি তার পেটে। এবং তার ইচ্ছা ১৮ বছর হওয়ার আগেই যেন তার তিনটা বাচ্চা হয়ে যায়।। হিসাব করে দেখুন এই ধরনের মানুষ এরা আবার প্রতিনিয়ত খেলাফত কায়েম করতে চাই

কাসেমী হুজুর পুরাই পেডোফেলিক।
সে তেরো বছরের একটা মেয়েকে বিয়ে করেছে ১৬ বছর বয়সে তারে প্রেগনেন্ট বানাই দিয়েছে দুইটা বাচ্চা নাকি তার পেটে। এবং তার ইচ্ছা ১৮ বছর হওয়ার আগেই যেন তার তিনটা বাচ্চা হয়ে যায়।। হিসাব করে দেখুন এই ধরনের মানুষ এরা আবার প্রতিনিয়ত খেলাফত কায়েম করতে চাই