𝐒𝐀𝐁𝐁𝐈𝐑 𝐀𝐇𝐌𝐌𝐄𝐃 (@salmansabbir222) 's Twitter Profile
𝐒𝐀𝐁𝐁𝐈𝐑 𝐀𝐇𝐌𝐌𝐄𝐃

@salmansabbir222

নিজের সম্পর্কে তেমন কিছু বলার নাই, সাধারণ অতি সাধারণ!মানুষ আমি আমারও ভুল আছে তবে ভুল সংশোধন করে প্রকৃত মানুষ হবার চেষ্টাতে

ID: 4839256677

linkhttp://Facebook.com calendar_today23-01-2016 18:17:50

11,11K Tweet

11,11K Takipçi

115 Takip Edilen

𝐒𝐀𝐁𝐁𝐈𝐑 𝐀𝐇𝐌𝐌𝐄𝐃 (@salmansabbir222) 's Twitter Profile Photo

ছবিটা ভালো করে দেখলে বুঝতে পারবেন অনাহারে থাকা একটি ফুটফুটে বাচ্চা যখন খাবার পায় সে কত মনযোগ দিয়ে সেই খাবার খায়,,, মনে হচ্ছে পুরো পৃথিবীর থমকে গেছে ওর আহারের কাছে,,,

ছবিটা ভালো করে দেখলে বুঝতে পারবেন

অনাহারে থাকা একটি ফুটফুটে বাচ্চা যখন খাবার পায় সে কত মনযোগ দিয়ে সেই খাবার খায়,,,

মনে হচ্ছে পুরো পৃথিবীর থমকে গেছে ওর আহারের কাছে,,,
𝐒𝐀𝐁𝐁𝐈𝐑 𝐀𝐇𝐌𝐌𝐄𝐃 (@salmansabbir222) 's Twitter Profile Photo

আল্লাহর জন্য কোনো হারাম বা খারাপ জিনিস ত্যাগ করলে আল্লাহ অন্তরে ও জীবনে সুখ, শান্তি ও বরকত দান করেন।

𝐒𝐀𝐁𝐁𝐈𝐑 𝐀𝐇𝐌𝐌𝐄𝐃 (@salmansabbir222) 's Twitter Profile Photo

আওয়ামীলীগের দাঁলালির পাওনা হাঁতেনাতে বুঝিয়ে পেয়েছে। আর বাকি যারা আছেন জাহিদ হাসান,তারিন, জায়েদ খান আরো অনেকেই সবাইকে সাইজ করা হবে। ইনশাআল্লাহ

আওয়ামীলীগের দাঁলালির পাওনা হাঁতেনাতে বুঝিয়ে পেয়েছে। আর বাকি যারা আছেন জাহিদ হাসান,তারিন, জায়েদ খান  আরো অনেকেই সবাইকে সাইজ করা হবে। ইনশাআল্লাহ
𝐒𝐀𝐁𝐁𝐈𝐑 𝐀𝐇𝐌𝐌𝐄𝐃 (@salmansabbir222) 's Twitter Profile Photo

আমার প্রচুর হাসি আসছে, কারণ,,,,,, পাও ধরে রাখছে ইন্ডিয়ার BSF,, আর পা টাও হচ্ছে আমাদের বাংলাদেশের বিজিবির, আগে কোন সময় এই রকম হয়েছে কি না জানি না।

𝐒𝐀𝐁𝐁𝐈𝐑 𝐀𝐇𝐌𝐌𝐄𝐃 (@salmansabbir222) 's Twitter Profile Photo

দুনিয়ার সামান্য কাগজ না থাকার কারণে যদি এসব সম্পদের এই অবস্থা হয়। তাহলে "আল্লাহর দিন ও কুরআন ও সহিহ হাদিসের দলিল ছাড়া ইবাদত করলে আখিরাতে কি অবস্থা হবে, আল্লাহ-ই ভালো জানে!!

দুনিয়ার সামান্য কাগজ না থাকার 
কারণে যদি এসব সম্পদের এই অবস্থা হয়।

তাহলে "আল্লাহর দিন ও কুরআন ও সহিহ  হাদিসের দলিল ছাড়া ইবাদত করলে আখিরাতে কি অবস্থা হবে, আল্লাহ-ই ভালো জানে!!
𝐒𝐀𝐁𝐁𝐈𝐑 𝐀𝐇𝐌𝐌𝐄𝐃 (@salmansabbir222) 's Twitter Profile Photo

আওয়ামীলীগের দোসর অভিনেতা সিদ্দিক কে ধরে গণধোলাই দিচ্ছে ছাত্রদল

𝐒𝐀𝐁𝐁𝐈𝐑 𝐀𝐇𝐌𝐌𝐄𝐃 (@salmansabbir222) 's Twitter Profile Photo

যে ব্যক্তি নামাজ পড়ে না,তার গোসল করানো, কাফন পরানো, তার জানাজা পড়া এবং তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা হারাম! তার জন্য দোয়া করাও নিষিদ্ধ! 🎙️ শায়েখ ইমাম সালেহ আল উসাইমিন (রহি:)

𝐒𝐀𝐁𝐁𝐈𝐑 𝐀𝐇𝐌𝐌𝐄𝐃 (@salmansabbir222) 's Twitter Profile Photo

💠 পাপ করার আগে এই বিষয়টি মনে রাখুন। 🎙️শায়েখ ড.সুলাইমান আর রুহাইলি (হাফিজাহুল্লাহ)

𝐒𝐀𝐁𝐁𝐈𝐑 𝐀𝐇𝐌𝐌𝐄𝐃 (@salmansabbir222) 's Twitter Profile Photo

দীর্ঘ ষোল বছরে এরকম কোন দৃশ্য দেখতে পারেনি এ জনপদের মানুষ ,, স্যালুট সীমান্ত প্রহরী ভাইদেরকে ❤️ স্মরণীয় দিন। বলিউড বনাম বাস্তবতা। নতুন বাংলাদেশে ভারত থাকবে পায়ের নিচে। [ ছবিটি AI দিয়ে তৈরি তবে ঘটনা সত্য ]

দীর্ঘ ষোল বছরে এরকম কোন দৃশ্য দেখতে পারেনি এ জনপদের মানুষ ,, 
স্যালুট সীমান্ত প্রহরী ভাইদেরকে ❤️

স্মরণীয় দিন। বলিউড বনাম বাস্তবতা। নতুন বাংলাদেশে ভারত থাকবে পায়ের নিচে।
[ ছবিটি AI দিয়ে তৈরি তবে ঘটনা সত্য ]
𝐒𝐀𝐁𝐁𝐈𝐑 𝐀𝐇𝐌𝐌𝐄𝐃 (@salmansabbir222) 's Twitter Profile Photo

নিজেকে জিজ্ঞেস করুন। আপনি কি "লা ইলাহা ইল্লাল্লাহ"-এর অর্থ জানেন? 🎙️শায়েখ ড. মুহাম্মদ সাইদ রাসলান (হাফি:)

𝐒𝐀𝐁𝐁𝐈𝐑 𝐀𝐇𝐌𝐌𝐄𝐃 (@salmansabbir222) 's Twitter Profile Photo

আমীর সাপ আমাকে বাদ দেন - এখন আছে ১৭ কোটি ৯৯ লক্ষ ৯৯ হাজার ৯৯৯ শত জন - আপনি কি আছেন এই ১৮ কোটির মধ্যে 😀

আমীর সাপ আমাকে বাদ দেন - 
এখন আছে ১৭ কোটি ৯৯ লক্ষ ৯৯ হাজার ৯৯৯ শত জন -

আপনি কি আছেন এই ১৮ কোটির মধ্যে 😀
𝐒𝐀𝐁𝐁𝐈𝐑 𝐀𝐇𝐌𝐌𝐄𝐃 (@salmansabbir222) 's Twitter Profile Photo

✪মুসলিম জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড়ো কারন ! 🎙️ শাইখ মতিউর রহমান মাদানী (হাফিজাহুল্লাহ)

𝐒𝐀𝐁𝐁𝐈𝐑 𝐀𝐇𝐌𝐌𝐄𝐃 (@salmansabbir222) 's Twitter Profile Photo

আমরা যুদ্ধ চাইনা।তবে প্রয়োজনে ঝাঁপিয়ে পড়তে হবে। সত্যিই যদি ভারত পাকিস্তানে আক্রমণ করে বসে,তাহলে আল্লাহ ও পরকালে বিশ্বাসী প্রতিটি মুমিনের পাকিস্তানের পক্ষে থাকতে হবে। কাফিরদের সমর্থন করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। পাকিস্তান জিন্দাবাদ,ভারতের মো-দি ও তার সহযোগী নিপাত যাক।

আমরা যুদ্ধ চাইনা।তবে প্রয়োজনে ঝাঁপিয়ে পড়তে হবে।

সত্যিই যদি ভারত পাকিস্তানে আক্রমণ করে বসে,তাহলে আল্লাহ ও পরকালে বিশ্বাসী প্রতিটি মুমিনের পাকিস্তানের পক্ষে থাকতে হবে।
কাফিরদের সমর্থন করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে।

পাকিস্তান জিন্দাবাদ,ভারতের মো-দি ও তার সহযোগী নিপাত যাক।
𝐒𝐀𝐁𝐁𝐈𝐑 𝐀𝐇𝐌𝐌𝐄𝐃 (@salmansabbir222) 's Twitter Profile Photo

বছরে এক দিন 'প্রদর্শনীর শ্রমিক দিবস' পালনে নয়, বরং আল্লাহ মনোনীত মানুষের জন্য একমাত্র জীবন ব্যবস্থা "ইসলাম" বছরের প্রতিটা দিনেই নিশ্চিত করেছে শ্রমিকের অধিকার।

বছরে এক দিন 'প্রদর্শনীর শ্রমিক দিবস' পালনে নয়, বরং আল্লাহ মনোনীত মানুষের জন্য একমাত্র জীবন ব্যবস্থা "ইসলাম" বছরের প্রতিটা দিনেই নিশ্চিত করেছে শ্রমিকের অধিকার।
𝐒𝐀𝐁𝐁𝐈𝐑 𝐀𝐇𝐌𝐌𝐄𝐃 (@salmansabbir222) 's Twitter Profile Photo

চেয়ারে বসে কিভাবে সালাত আদায় করবেন? ~ শায়খ ডক্টর আযিয বিন ফারহান আল আনজি (হাফিযাহুল্লাহ) #Salat #Chair

𝐒𝐀𝐁𝐁𝐈𝐑 𝐀𝐇𝐌𝐌𝐄𝐃 (@salmansabbir222) 's Twitter Profile Photo

শ্রমিকের শরীরের ঘাম শুকানোর পূর্বেই তাদের পাওনা পরিশোধ কর! (ইবনু মাজাহ, মিশকাত ঃ ২৯৮৭)

শ্রমিকের শরীরের ঘাম শুকানোর পূর্বেই তাদের পাওনা পরিশোধ কর!
(ইবনু মাজাহ, মিশকাত ঃ ২৯৮৭)
𝐒𝐀𝐁𝐁𝐈𝐑 𝐀𝐇𝐌𝐌𝐄𝐃 (@salmansabbir222) 's Twitter Profile Photo

মে শুরু হলেই শ্রমিকদের অধিকারের বিষয়টি সকলের মাথায় আসে। তবে ১৩ সাল থেকে মে আসলে মনে হয় দ্বীনের জন্য গর্জে ওঠা, রক্ত দেয়া আর শহিদী কাফেলার এক অনন্য স্মৃতির কথা।