কালীঘাটে আছড়ে পড়ো।
আরও একবার রাত দখল।
রাত জাগবে বাংলার প্রতি বুথ,
রাত জাগবে বাংলার মেয়েরা,
যুবক যুবতী, ছাত্র ছাত্রী সহ প্রতিবাদী মানুষ ✊🏾
৯ আগস্ট, কালীঘাট চলো।
১৪ আগস্ট, সর্বত্র রাত দখল।
বিচারহীন এক বছর!
#JusticeForTilottoma
#JusticeForAbhaya
#ReclaimTheNight
শিক্ষা ব্যবস্থাকে সর্বাত্মক করে তোলার লক্ষ্যে চালু হয়েছিল সমগ্র শিক্ষা অভিযান।
কেন্দ্রের মোদি সরকার এবং রাজ্যের মমতা ব্যানার্জির সরকার শিক্ষা ব্যবস্থার সর্বনাশ করেছে।
সমগ্র শিক্ষার কর্মীদের বেতন ন্যূনতম মজুরীর থেকেও কম।
অবিলম্বে বেতন বৃদ্ধির দাবিতে রাস্তায় নামছেন তারা।
মুখ্যমন্ত্রী কল্পতরু
রাজ্যবাসী ছাগল গরু
ভাবেন উনি এটাই কিন্তু
মানুষ না,সব দু'পেয়ে জন্তু
শিক্ষা স্বাস্থ্য নিপাত গেছে
চাকরিবাকরি বেচে খেয়েছে
নারী শরীরের দর এরকম-
যতখানি ছোঁয়া ততটাই দাম
রাস্তা,পুকুর synonymous
এই রাজ্য এমনিই ধপাস
হাজার কোটি কেলাবেরা পায়
এমনি নাকি?ভোটে জেতায়।
সাংবাদিক সম্মেলন
মহ: সেলিম
রাজ্য সম্পাদক, সিপিআই(এম)
মীনাক্ষী মুখার্জি
কেন্দ্রীয় কমিটির সদস্য, সিপিআই(এম)
১৪ আগস্ট,
দুপুর ৩ টা
মুজফ্ফর আহমদ ভবন,
(সিপিআই(এম) রাজ্য কমিটির দপ্তর)
#CPIM Gen Secretary MA Baby গোলকিপার,সাথে বাইচুং,সাথে SFI-এর সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য ফুটবল খেললেন।
#FidelCastroRuz এর জন্ম শতবার্ষিকী পালিত হচ্ছে দুনিয়াজুড়েই।
দিল্লীতে #FidelCastroCenteneryFootballCup আয়োজন করে National Committee For Solidarity with Cuba।
ভারতবর্ষের স্বাধীনতার এতগুলো বছর কেটে গেলেও রাজ্যের পার্শ্বশিক্ষকরা প্রায় বিনা বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন।
মুখ্যমন্ত্রী ক্লাবকে হাজার হাজার কোটি টাকা দিচ্ছেন কিন্তু পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি করছেন না।
ধিক্কার জানাই এ সরকারকে।
#২০শে_আগষ্ট_বিকাশ_ভবন_চলো
#79thIndependenceDay
আনন্দ সংবাদ!
আনন্দ সংবাদ!
আনন্দ সংবাদ!
চলুন,চাঁদের দেশে যাই!
আজ্ঞে হ্যাঁ, এই বর্ষায় চন্দ্র পৃষ্ঠের অনুভূতি এখন আপনার পাড়াতেই পাওয়া যাচ্ছে!
মমতাময়ী সরকারের আনুকুল্যে এখন সুলভে চন্দ্রাভিযানের অভিজ্ঞতা লাভ করা যাচ্ছে এই ধরাধামে থেকেই!
তাই আর দেরি না করে শিগগিরই বেড়িয়ে পড়ুন
আমরা জানি সবটাই।
মুকুল রায় বলে ফেলেছিল।
এবার ইনি।
তৃণমূল বিজেপি একই মূদ্রার দুই পিঠ।
একই গোডাউনের প্রোডাক্ট।
মোদি মমতার সেটিং একটি ওপেন সিক্রেট।
যাক, ভালো হলো।
এইসব বলে টলে ফেলার পর আপনাকে কি বলছে তৃণমূল বিজেপি সেটাই এখন দেখার।।
#Modo_Mamta_Seting
জননেতা কমরেড VS
লাল সেলাম।
স্মরণসভা
প্রধান বক্তা : M A Baby
Gen.Sec CPI (M)Md Salim
Gen.Sec. CPI(M) WEST BENGAL
সভাপতি - বিমান বসু।
২১ আগস্ট,
বিকাল - ৫.৩০
প্রমোদ দাশগুপ্ত ভবন অডিটোরিয়াম।
(CPI(M) কলকাতা জেলা কমিটির দপ্তর)
সিপিআই(এম)
পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।
একজন সৎ নিরীহ মানুষকে বন্দী রাখার জন্য #CPIM ও বিকাশরঞ্জন ভট্টাচার্যকে জানাই ধিক্কার।আর শুধু প্রাথমিক নিয়োগটা থাকল।আশাকরি সেটিং এর ফাঁক দিয়ে CBI তাতেও সত্য প্রতিষ্ঠা করবে।
সেই বিখ্যাত জুতাটা আছে।
আশাকরি আমাদের প্রিয় 'অপা' জুটির সঙ্গে দেখা হবে নাকতলার পুজোতে।
সেটিং নমস্তুতে!
বাহ্ !
কি অসাধারণ!
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে হিটলারের উপদেষ্টা দলের প্রধান কাজ ছিল নিত্য নতুন নির্মম অত্যাচার,শোষণের থিওরি আবিষ্কার আর মানুষের ওপর তার প্রয়োগ করে নারকীয় আনন্দ উপভোগ করা।
এদেশের সরকারের চিন্তাও প্রায় একই রকম নয় কি?
মানুষকে শোষনই এদের এক এবং একমাত্র কাজ।