Ochena Otithi𝕏 (@aparnadaskona) 's Twitter Profile
Ochena Otithi𝕏

@aparnadaskona

তবে পথিক তুমি কোন পথ লবে?
শহর, নারী না অরণ্য?
তুমি কোন পথে গেলে সুখ পাবে?
তুমি কোন পথে গেলে বেশি ঠকে যাবে?
তুমি জানোনা তুমি কি চাও;
তুমি বিভ্রান্ত, তুমি ইতস্তত।

ID: 1288820414475509760

calendar_today30-07-2020 12:55:53

13,13K Tweet

72,72K Followers

84 Following

Ochena Otithi𝕏 (@aparnadaskona) 's Twitter Profile Photo

তোমার অনুরাগে নাইবা হলাম ছন্দময় বিরূপ মনের ভাবনা হলাম, সেও মন্দ নয়। . . .💗🍀❤️ #beautifulJiyauddan

Ochena Otithi𝕏 (@aparnadaskona) 's Twitter Profile Photo

সব সুখের পাশে তুমি সুন্দর, সব দুঃখের পাশে আমি। অথচ তুমি চাইলে আমরা একসাথে সুন্দর হতে পারতাম। ..... ..... শুভ রাত্রি 🥰 🍀🍀

সব সুখের পাশে তুমি সুন্দর, 
সব দুঃখের পাশে আমি। 
অথচ তুমি চাইলে আমরা একসাথে সুন্দর
 হতে পারতাম।
.....
.....
শুভ রাত্রি 🥰 
🍀🍀
Ochena Otithi𝕏 (@aparnadaskona) 's Twitter Profile Photo

মানুষগুলো যাচ্ছে কোথায় কেউ জানেনা... অচিন কোন এক মেঘের দেশে নাম অজানা যে যাচ্ছে যাক, যা পাচ্ছে পাক আমি থাকবো গাছের ছায়ায় মাটির চেনা ছন্দ মায়ায় ডাকলে কেউ তবু যাবোনা আমি তো বেশ ভালোই আছি মানুষ থেকে অনেকদূরে পাথর হয়ে, নীরবতার ছন্দে সুরে.. 🍀

মানুষগুলো যাচ্ছে কোথায়
কেউ জানেনা...
অচিন কোন এক মেঘের দেশে
নাম অজানা

যে যাচ্ছে যাক, যা পাচ্ছে পাক
আমি থাকবো গাছের ছায়ায়
মাটির চেনা ছন্দ মায়ায়
ডাকলে কেউ তবু যাবোনা

আমি তো বেশ ভালোই আছি
মানুষ থেকে অনেকদূরে
পাথর হয়ে, 
নীরবতার ছন্দে সুরে..
🍀
Ochena Otithi𝕏 (@aparnadaskona) 's Twitter Profile Photo

কারোর কাছে ভালো থাকা ভিক্ষা করি না আর। -মৃগাঙ্ক শেখর গাঙ্গুলী 🍀

Ochena Otithi𝕏 (@aparnadaskona) 's Twitter Profile Photo

বন্ধু ছিলো, শত্রু ছিলো বন্ধু নয় - শত্রু নয় এমন ও তো অনেকেই ছিলো... এখন আর কেউ নেই... না আলো, না ছায়া-অন্ধকার শুধু এক পথ আছে যে পথ দিয়ে সবাই যায় কেউ ফেরেনা... 🍀🍀

বন্ধু ছিলো,  শত্রু ছিলো 
বন্ধু নয় - শত্রু নয়
এমন ও তো অনেকেই ছিলো... 

এখন আর কেউ নেই... 
না আলো, না ছায়া-অন্ধকার

শুধু এক পথ আছে
যে পথ দিয়ে সবাই যায়
কেউ ফেরেনা...
🍀🍀
Ochena Otithi𝕏 (@aparnadaskona) 's Twitter Profile Photo

ভালো থাকার বাহানায় সিলেবাস ছেড়ে অন্ধকার পথে অনেকটা পথ হাঁটলাম, একা। একটু যদি তোমার ঘ্রাণ পাই। পাইনি...সে আমার ভাগ্যের দোষ। দু'চোখে বরফ পাথর নিয়ে কিছু কি দেখা যায়? রাতের আর্তনাদে কি আর আশা ফোঁটে? একটু নোনা জলের জন্য নদী কেন এতো উম্মুখ হয়ে থাকবে? বলো তো? 🍀🌿

ভালো থাকার বাহানায় সিলেবাস ছেড়ে অন্ধকার পথে অনেকটা পথ হাঁটলাম, একা। 
একটু যদি তোমার ঘ্রাণ পাই। 
পাইনি...সে আমার ভাগ্যের দোষ। 
দু'চোখে বরফ পাথর নিয়ে কিছু কি দেখা যায়? রাতের আর্তনাদে কি আর আশা ফোঁটে? 
একটু নোনা জলের জন্য নদী কেন এতো উম্মুখ হয়ে থাকবে?
 বলো তো?

🍀🌿
Ochena Otithi𝕏 (@aparnadaskona) 's Twitter Profile Photo

বুকের ভিতর একটা অসুখ কান্না হয়ে কন্ঠে বাড়ে, যাকে আমি ভালোবাসি সে-ই আমাকে কাঁদিয়ে ছাড়ে! চোখের জলের বিন্দু গুলো মুক্তো করে ধরে রাখি, তারই কাছে জীবন বাঁধা যার দু'চোখে মস্ত ফাঁকি! আমার কাছে আমিই এখন এলোমেলো ভুলের বোঝা-- লোকের চোখের ভীড় বাঁচিয়ে চলতে পারা এতোই সোজা? 🍀🌿

বুকের ভিতর একটা অসুখ কান্না হয়ে কন্ঠে বাড়ে,
যাকে আমি ভালোবাসি সে-ই আমাকে কাঁদিয়ে ছাড়ে!
চোখের জলের বিন্দু গুলো মুক্তো করে ধরে রাখি,
তারই কাছে জীবন বাঁধা যার দু'চোখে মস্ত ফাঁকি!
আমার কাছে আমিই এখন এলোমেলো ভুলের বোঝা--
লোকের চোখের ভীড় বাঁচিয়ে চলতে পারা এতোই সোজা?

🍀🌿
Ochena Otithi𝕏 (@aparnadaskona) 's Twitter Profile Photo

হে ঈশ্বর , তুমি আমাদের সকল অসহায়তার অন্ধকার দূর করো, শোক-সন্তাপ, মোহ, পাপ দূর করো। এর ফলে আমাদের---"হৃদয় বিমল হোক প্রাণ সবল হোক,বিঘ্ন দাও অপসারি।" তুমি এমন ভাবে এই বিশ্বে প্রেম বিতরণ করো যে--"জয় জয় হোক তোমারি।"আজ এই প্রার্থনা সমগ্র বিশ্বের মানব সমাজের। 🍀🌿

Ochena Otithi𝕏 (@aparnadaskona) 's Twitter Profile Photo

দূরত্ব ভালোই ছিলো আমাদের, কেউ কারোর বাড়ির কাছে ছিলাম না কেউ কারোর পায়ের পথের কাছে ছিলাম না চেনা শপিংমল, চেনা ফুটপাত কোনোকিছুরই কাছে না। তবুও ছিলাম কোথাও না কোথাও ছিলাম মনের ভীষণ কাছে, না থেকেও ছিলাম বুকের ভেতর লেপ্টে থাকা স্মৃতির আঁচে। 🍀

দূরত্ব ভালোই ছিলো আমাদের, 

কেউ কারোর বাড়ির কাছে ছিলাম না
কেউ কারোর পায়ের পথের কাছে ছিলাম না
চেনা শপিংমল, চেনা ফুটপাত কোনোকিছুরই কাছে না।

তবুও ছিলাম কোথাও না কোথাও 
ছিলাম মনের ভীষণ কাছে,
না থেকেও ছিলাম 
বুকের ভেতর লেপ্টে থাকা স্মৃতির আঁচে।

🍀
Ochena Otithi𝕏 (@aparnadaskona) 's Twitter Profile Photo

ভালো আছি মানে সুখে থাকা নয় , কিছু ভালোবাসা বিষাদের চেয়ে ও গাড়ো হয়। চলে যাওয়া মানে বিদায় নয়, কিছু বিদায় থেকে যাওয়ার চেয়ে ও চিরন্তন হয়। যা কিছু ভুলতে পারা যায় না, তার সব কিন্তু প্রেম নয়। কিছু স্মৃতি, কিছু অভ্যাস,কিছু অভিজ্ঞতা,আর কিছু গোপন দুঃখ। একান্তই নিজের। 🩵🍀

ভালো আছি মানে সুখে থাকা নয় ,
কিছু ভালোবাসা বিষাদের চেয়ে ও গাড়ো হয়।
চলে যাওয়া মানে বিদায় নয়, 
কিছু বিদায় থেকে যাওয়ার চেয়ে ও চিরন্তন হয়।
যা কিছু ভুলতে পারা যায় না, তার সব কিন্তু প্রেম নয়।
কিছু স্মৃতি, কিছু অভ্যাস,কিছু অভিজ্ঞতা,আর কিছু গোপন দুঃখ।
একান্তই নিজের।
🩵🍀
Ochena Otithi𝕏 (@aparnadaskona) 's Twitter Profile Photo

বয়স বাড়ার সাথে বৃদ্ধ হওয়ার কোন সম্পর্ক নাই। যার আত্মার আলো যত কম সে তত বেশী বৃদ্ধ। . . ...... 🩵🍀

বয়স বাড়ার সাথে বৃদ্ধ হওয়ার কোন সম্পর্ক নাই। যার আত্মার আলো যত কম সে তত বেশী বৃদ্ধ।
.
.

......
🩵🍀
Ochena Otithi𝕏 (@aparnadaskona) 's Twitter Profile Photo

হাসতে হাসতে একদিন জানিয়ে দিবো তুমি আমার কোথাও নেই। ভালোবাসায় নেই, ভালোলাগায় নেই, রাগেও নেই, অভিমানে নেই, অভিযোগে নেই, ঘৃণাও নেই। তোমাকে ক্ষমা করে আমি এখন নিজেকে ভালোবাসি..!! ....... 😌🌸🌿 শুভ দিন

হাসতে হাসতে একদিন জানিয়ে দিবো তুমি আমার কোথাও নেই।
 ভালোবাসায় নেই, ভালোলাগায় নেই, রাগেও নেই, অভিমানে নেই, অভিযোগে নেই, ঘৃণাও নেই।

তোমাকে ক্ষমা করে আমি এখন নিজেকে ভালোবাসি..!!

.......
😌🌸🌿
শুভ দিন
Ochena Otithi𝕏 (@aparnadaskona) 's Twitter Profile Photo

নির্দিষ্ট কোনো গন্তব্য নাই, শুধু প্রকৃতির নিয়মে বয়ে যেতে চাই... . . 🍀🩵🌸

Ochena Otithi𝕏 (@aparnadaskona) 's Twitter Profile Photo

বৃষ্টির টুপটাপ শব্দে, ভিজে উঠুক হৃদয়ের একাকিত্ব, পৃথিবীটা যখন নিস্তব্ধ, তখন মন খুঁজে পায় গভীর অনুভূতির স্বরলিপি। এই বৃষ্টি-মাখা রাতে ক্লান্ত চোখে আসুক শান্ত ঘুম, মেঘের ফাঁকে ঝরে পড়ুক ভালোবাসার নীরব অনুভূতি। রাতটা হোক স্নিগ্ধ, কোমল আর নিভৃত এক আশ্রয়… 🍀🩵🌸 শুভ রাত্রি!!

বৃষ্টির টুপটাপ শব্দে, 
ভিজে উঠুক হৃদয়ের একাকিত্ব,
পৃথিবীটা যখন নিস্তব্ধ, তখন মন খুঁজে পায় গভীর অনুভূতির স্বরলিপি।
এই বৃষ্টি-মাখা রাতে ক্লান্ত চোখে আসুক শান্ত ঘুম,
মেঘের ফাঁকে ঝরে পড়ুক ভালোবাসার নীরব অনুভূতি।
রাতটা হোক স্নিগ্ধ, 
কোমল আর নিভৃত এক আশ্রয়…
🍀🩵🌸
শুভ রাত্রি!!