Amit Modak(@amitmod68022395) 's Twitter Profileg
Amit Modak

@amitmod68022395

Amit Modak AITC
FAM Community Birbhum District PRESIDENT#FAM4TMC

ID:1342385615493496832

linkhttp://facebook.com calendar_today25-12-2020 08:24:55

131,5K Tweets

2,9K Followers

2,6K Following

Amit Modak(@amitmod68022395) 's Twitter Profile Photo

বিজেপির কেন্দ্রীয় সরকারের শোষণ, বঞ্চনা, অত্যাচার, অপমান, বাংলা-বিরোধী মনোভাবে তিতিবিরক্ত বাংলার মানুষ। তাই মা-মাটি-মানুষের শান্তিপূর্ণ উন্নয়নের স্বপক্ষে থেকেই বহিরাগত বিজেপিকে বর্জন করার ডাক দিয়েছেন তাঁরা। আজকের জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সেই বার্তাই বয়ে আনল।

বিজেপির কেন্দ্রীয় সরকারের শোষণ, বঞ্চনা, অত্যাচার, অপমান, বাংলা-বিরোধী মনোভাবে তিতিবিরক্ত বাংলার মানুষ। তাই মা-মাটি-মানুষের শান্তিপূর্ণ উন্নয়নের স্বপক্ষে থেকেই বহিরাগত বিজেপিকে বর্জন করার ডাক দিয়েছেন তাঁরা। আজকের জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সেই বার্তাই বয়ে আনল।
account_circle
Amit Modak(@amitmod68022395) 's Twitter Profile Photo

সাঁকরাইল জনসভায় জনপ্লাবন।
এই বিশাল জনতার উপস্থিতিই প্রমাণ করছে যে, বিজেপির প্রতারণা নয়, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে।

সাঁকরাইল জনসভায় জনপ্লাবন। এই বিশাল জনতার উপস্থিতিই প্রমাণ করছে যে, বিজেপির প্রতারণা নয়, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে।
account_circle
Amit Modak(@amitmod68022395) 's Twitter Profile Photo

রায়গঞ্জের মানুষের ভরসার নাম কৃষ্ণ কল্যাণী

তিনি রায়গঞ্জের মানুষের দুর্দিনের সঙ্গী। মানুষের উন্নয়নের স্বার্থে সর্বদা নিবেদিত থেকেছেন তৃণমূল কংগ্রেসের এই সৈনিক। তাই কৃষ্ণ কল্যাণী মানেই রায়গঞ্জের মানুষের কাছে আস্থার অপর নাম।

🗓 ২৬ এপ্রিল, ২০২৪
✅ জোড়াফুল চিহ্নে ভোট দিন

account_circle
Amit Modak(@amitmod68022395) 's Twitter Profile Photo

সকাল থেকেই সাজো সাজো রবে মুখরিত হয়ে ছিল রানাঘাট লোকসভা কেন্দ্রের দত্তফুলিয়া এবং তার পাশ্ববর্তী অঞ্চল। অবশেষে শেষ হল হাজার হাজার মানুষের দীর্ঘ প্রতীক্ষা। আমাদের সাংসদ পদপ্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে বক্তব্য রাখতে হাজির হলেন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়।

account_circle
Amit Modak(@amitmod68022395) 's Twitter Profile Photo

অলিগলি থেকে বাজারহাট, বদল চাইছে বালুরঘাট!

মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আরও একবার জনগর্জন শোনা গেল বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকাজুড়ে।

account_circle
Amit Modak(@amitmod68022395) 's Twitter Profile Photo

আজ জঙ্গীপুর লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে আয়োজিত একটি জনসভায় প্রধান অতিথি এবং বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম।

লালগোলা ব্লকে আয়োজিত এই সভায় মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

আজ জঙ্গীপুর লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে আয়োজিত একটি জনসভায় প্রধান অতিথি এবং বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম। লালগোলা ব্লকে আয়োজিত এই সভায় মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
account_circle
Amit Modak(@amitmod68022395) 's Twitter Profile Photo

বাংলার ন্যায্য অধিকার আদায়ের বার্তা রাজ্যজুড়ে পৌঁছে দিচ্ছে ‘বাংলার অধিকার যাত্রা’।

বাংলার প্রতি ঘরের মা-ভাই-বোনেরা নিজেদের প্রাপ্য অধিকার ফিরিয়ে আনার শপথ নিচ্ছেন ‘বাংলার অধিকার যাত্রা’-র মাধ্যমে। আমরাই ফিরিয়ে আনব বাংলার অধিকার।

account_circle
Amit Modak(@amitmod68022395) 's Twitter Profile Photo

তপশিলি বন্ধুদের অধিকারের কথা বলছে 'তপশিলির সংলাপ'

বাংলার বিভিন্ন প্রান্তের তপশিলি জাতি ও উপজাতির মানুষের হকের কথা বলতে, তাঁদের অগ্রগতি নিশ্চিত করতে জেলায় জেলায় জোরকদমে চলছে 'তপশিলির সংলাপ'।

রাজ্যজুড়ে আজকের কর্মসূচির কিছু মুহূর্ত।

account_circle
Md Riyaz Uddin(@RiyazAitc) 's Twitter Profile Photo

হায় বাঙালি এই বিজেপি কে ভোট দেওয়ার আগে একবার ভাবুন তাঁরা কতটা বাংলাদ্রোহী।
এই বাংলার প্রতি তাঁদের কতটা‌ দ্বেষ একবার ভাবুন যে টিবি রোগের ওষুধ পর্যন্ত তাঁরা আটকে দিয়েছে।ছিঃ বিজেপি ছিঃ । এই বিজেপি কে একটিও ভোট নয়।
All India Trinamool Congress Abhishek Banerjee

হায় বাঙালি এই বিজেপি কে ভোট দেওয়ার আগে একবার ভাবুন তাঁরা কতটা বাংলাদ্রোহী। এই বাংলার প্রতি তাঁদের কতটা‌ দ্বেষ একবার ভাবুন যে টিবি রোগের ওষুধ পর্যন্ত তাঁরা আটকে দিয়েছে।ছিঃ বিজেপি ছিঃ । এই বিজেপি কে একটিও ভোট নয়। @AITCofficial @abhishekaitc #NoVoteToBJP
account_circle
MODAK AMIT(@MODAKAMIT254039) 's Twitter Profile Photo

নিজের দেশেই মানুষকে বিদেশি ঘোষণা করে সমস্ত সরকারি পরিষেবা ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে ডিটেনশন ক্যাম্পে টেনে নিয়ে যাওয়ার বিজেপির ষড়যন্ত্রের নামই সিএএ আইন।

সিএএ যদি সত্যিই নাগরিকত্ব দেওয়ার আইন হয়, তাহলে বিজ্ঞপ্তি দিয়ে সেই কথা নিশ্চিত করুক বিজেপি সরকার,

account_circle
MODAK AMIT(@MODAKAMIT254039) 's Twitter Profile Photo

বাংলার তাঁতশিল্পীদের পাশে তৃণমূল কংগ্রেস।

কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের জনবিরোধী নীতির ফলে তাঁতশিল্প ছেড়ে বিভিন্ন বিকল্প পেশা বেছে নিচ্ছেন নদিয়া জেলার লক্ষাধিক তাঁতশিল্পীরা। উল্টোদিকে রাজ্য সরকার তাঁদের জন্য সমবায়ের মাধ্যমে লোনের ব্যবস্থা-সহ একাধিক উদ্যোগ নিয়েছে।

account_circle
Krishna Kalyani(@ikrishnakalyani) 's Twitter Profile Photo

আজ ৫ নং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইসলামপুর বিধানসভা পন্ডিতপোতা ২ অঞ্চলে দাড়িভিট গ্রামে দলীয় নেতৃত্ব এবং কর্মীবৃন্দের উপস্থিতিতে স্থানীয় নাগরিক বন্ধুদের সাথে নির্বাচনী জনসংযোগ যাত্রা করা হলো।


account_circle
Amit Modak(@amitmod68022395) 's Twitter Profile Photo

নিজের দেশেই মানুষকে বিদেশি ঘোষণা করে সমস্ত সরকারি পরিষেবা ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে ডিটেনশন ক্যাম্পে টেনে নিয়ে যাওয়ার বিজেপির ষড়যন্ত্রের নামই সিএএ আইন।

সিএএ যদি সত্যিই নাগরিকত্ব দেওয়ার আইন হয়, তাহলে বিজ্ঞপ্তি দিয়ে সেই কথা নিশ্চিত করুক বিজেপি সরকার,

account_circle
Amit Modak(@amitmod68022395) 's Twitter Profile Photo

সাংসদ মমতা ঠাকুরের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপির তল্পিবাহকরা কীভাবে মতুয়া সম্প্রদায়ের পূজনীয় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরকে অপমান করেছে তা ভোলেনি বাংলা।

এই মতুয়া-বিরোধীদের ভোটবাক্সে জবাব দেওয়া হবে, গর্জন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷

account_circle
Amit Modak(@amitmod68022395) 's Twitter Profile Photo

বাংলার তাঁতশিল্পীদের পাশে তৃণমূল কংগ্রেস।

কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের জনবিরোধী নীতির ফলে তাঁতশিল্প ছেড়ে বিভিন্ন বিকল্প পেশা বেছে নিচ্ছেন নদিয়া জেলার লক্ষাধিক তাঁতশিল্পীরা। উল্টোদিকে রাজ্য সরকার তাঁদের জন্য সমবায়ের মাধ্যমে লোনের ব্যবস্থা-সহ একাধিক উদ্যোগ নিয়েছে।

account_circle
Amit Modak(@amitmod68022395) 's Twitter Profile Photo

আদিবাসী ভাই-বোনদের অপমানের জবাব বিজেপি ভোটবাক্সে পাবে!

বিজেপি বাংলার তপশিলি ও আদিবাসী সম্প্রদায়ের মানুষকে ঠিক কোন চোখ দেখে তা স্পষ্ট। আমাদের এক জনজাতিভুক্ত তরুণকে শারীরিকভাবে আক্রমণ করেছেন বিজেপি নেতা জগন্নাথ সরকার।

এই অপমানের জবাব মানুষ ভোটবাক্সে দেবে।

account_circle
Amit Modak(@amitmod68022395) 's Twitter Profile Photo

মোদীজির আমলে জিরেতে জিএসটি চেপেছে ১৮%, হিরেতে জিএসটি ০%।

তাতঁ শিল্পের সুতো থেকে গৃহস্থের প্রয়োজনীয় জিরেতেও জিএসটি চাপিয়েছে কেন্দ্রের মোদী সরকার। নদীয়া-সহ বাংলা জুড়ে বঞ্চিত লক্ষ লক্ষ তাঁতশিল্পী থেকে সাধারণ মানুষ।

রানাঘাটের সভা থেকে বার্তা দিলেন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়।

account_circle
Amit Modak(@amitmod68022395) 's Twitter Profile Photo

'মায়েদের উলুধ্বনি আর ভাইদের তালি, দেশ থেকে করুন বিজেপিকে খালি’

আত্রেয়ী নদীর জল বন্ধ করা থেকে শুরু করে ১০০ দিনের কাজ, বাংলার বাড়ি-সহ বিভিন্ন প্রকল্পের বরাদ্দ আটকে রাখা - গত পাঁচবছরে এসবের বিরুদ্ধে কোনও প্রতিবাদ করেননি বালুরঘাটের বিদায়ী বিজেপি সাংসদ।।

account_circle