মডেল মেঘনাকে গ্রেফতার করে কারাগারে পাঠাতে পারলেও লায়িকা শাওনকে গ্রেফতারের ১২ ঘন্টার মধ্যেই ছেড়ে দিতে বাধ্য হয়েছে পুলিশ। কারণ শাওনের সতিনের মেয়ের জামাই সরকারের এক প্রভাবশালী উপদেষ্টা বা মন্ত্রী। মডেল মেঘনার যদি এমন ( উপদেষ্টা) বয়ফ্রেন্ড থাকতো তবে কি তাকে কারাগারে যেতে হতো?
ফ্যাসিবাদের জননী হাসিনার পতনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বিএনপি। দলের লক্ষ লক্ষ নেতাকর্মীদের ১৬ বছর রাজপথে লড়াইয়ের মধ্য দিয়ে ২৪ সালর ৫ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা আমরা লাভ করেছি। সারাদেশের শিক্ষার্থীরা অসাধারণ ভূমিকা রেখেছে হাসিনার পতনে। তবে সব চেয়ে বড় সাহায্য এসেছে আল্লাহ
তারা সাংবাদিকদের কলঙ্ক। হাসিনার বিষ্ঠাভোগী এই হলুদ সাংবাদিকদের মধ্যে বেশীরভাগ এখনো আত্মগোপনে দেশেই অবস্থান করছে। আর দুই চারজন বিদেশে পালিয়ে গেছে। দেশে অবস্থানরতদের দ্রুত বিচারের সম্মুখীন করুন।
প্রবাসীদের ভূমিকা না থাকলে এই আন্দোলন কি সফল হতো আসিফা পাপিয়া। আমরা ও আমাদের পরিবারের সদস্যরা কি পরিমাণ ভুক্তভোগী সেটা আপনার মতো নেত্রীর জানার কথাও না। কারণ আপনি স্বার্থপর। মনে রাখবেন বাংলাদেশের রিজার্ভে প্রবাসীদের সবচেয়ে বেশী অবদান।
"বিএনপি চাইলে জামায়াত বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।" টুকুর এ বক্তব্য দলের হাইকমান্ড কিভাবে নিবে জানি না। তবে জনগণ ভালো ভাবে নেয় নাই।
বিএনপিতে সংস্কার খুব জরুরী।